Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
পাতা

খেলাধুলা ও বিনোদন

জেলায় প্রচলিত লোক খেলা গুলোর মধ্যে রয়েছে- গোল্লা ছুট, দৌড়াদৌড়ি, হা-ডু-ডু, বুড়ি ছি, বৌ ছি, কানা মাছি, কিতকিত, ছোপাছুপি, ইকরি বিকরি, নাগরদোলা, ওপেন্টি বাইস্কোপ, ইচিং বিচিং, সাত খোলা, মার্বেল, ঘুড়ি উড়ানো, লাটিম ঘুড়ানো, ব্যাঙ ঝাঁপ, দড়ি খেলা, গুটি খেলা, পাতা ছেড়া খেলা, চড়ুই ভাতি প্রভৃতি। এছাড়াও রয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা।

জলত্রুীড়ার মধ্যে রয়েছে- সাঁতার, ছৈল, ডুবাডুবি, উল্টা হাটা, কাঠি খোঁজা প্রভৃতি ছাড়াও রয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

প্রচলিত আধুনিক খেলার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ফুটবল, ত্রিুকেট, ব্যাড মিন্টন, দাবা, লুডু প্রভৃতি।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)Share with :

Facebook Twitter